Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
NID Card স্থান পরিবর্তন করার নিয়ম- স্থানান্তরিত ঠিকানায় NID কার্ড পেতে করণীয়
বিস্তারিত

জাতীয় পরিচয়পত্র (National Identity Card) স্থান পরিবর্তন বা ভোটার স্থান পরিবর্তন করার জন্য আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রদত্ত ফরম ১৩ পূরন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে জমা দিতে হয়। কাগজপত্র জমা দেওয়ার কয়েকদিন পরে মোবাইলে মেসেজের মাধ্যমে আপনার স্থান পরিবর্তনের আবেদনের অগ্রগতি মোবাইল ফোনের এসএমএম (SMS) এর মাধ্যমে জানানো হয়। সফলভাবে ভোটার স্থানান্তরিত হলে ১০৫ নম্বর থেকে ২টি মেসেজ পাওয়া যাবে। তারপরে নতুন ঠিকানায় কার্ড পাওয়ার জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কার্ড রিইস্যুর আবেদন করতে হবে। 


জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনের চাহিত কাগজপত্রাদি

* নির্ধারিত ফরম ১৩ তে আবেদন করতে হবে।

* ফরমের অপর পৃষ্ঠায় শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির/ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর, নাম, NID নম্বর ও সীল দিতে হবে।

* ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/টেলিফোন) সংযুক্ত করতে হবে।

* মেয়র/পৌর কমিশনার/ইউপি চেয়ারম্যান/ইউপি সদস্য/ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নপত্রের মূল কপি।

* বাড়ি ভাড়া/চৌকিদারি কর রশিদ/পৌরকর রশিদ/অন্যান্য

* জাতীয় পরিচয়পত্রের কপি।

* নিকাহনামা/তালাকনামা (বিবাহ/তালাকের ক্ষেত্রে)

* পিতা-মাতা/স্বামী/স্ত্রীর এনআইডি কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

* সন্তানের জন্মসনদ/জমির দলিল বা খতিয়ান (প্রযোজ্য ক্ষেত্রে)


সকল কাগজপত্রগুলো A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। স্থান পরিবর্তন/ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদনকারীকে স্বশরীরে অফিসে এসে আবেদনপত্র জমা দিতে হবে। 


বিশেষ দ্রষ্টব্য: স্থান পরিবর্তন হলে বা ভোটার এলাকা পরিবর্তন করলে অফিস থেকে নতুন কার্ড দেওয়া হয়না। সরকার নির্ধারিত ফিস প্রদানের মাধ্যমে নতুন কার্ড পাওয়া যাবে।  


স্থান পরিবর্তনের বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: 


NID Card স্থান পরিবর্তন করার নিয়ম- স্থানান্তরিত ঠিকানায় NID কার্ড পেতে করণীয়

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
27/09/2024
আর্কাইভ তারিখ
27/09/2024