Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
New NID Bangladesh Online Application System: Apply New NIDCard BD Com
Details

নতুন NID কার্ড বা ভোটার হতে চাচ্ছেন ? ভোটার হওয়ার জন্য কি কাগজপত্র প্রয়োজন জানতে চান? তাহলে নতুন জাতীয় পরিচয়পত্র বা নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আপনাকে  উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ভোটার অন্তর্ভূক্তি করানো হয়। নতুন NID কার্ড করার জন্য যেসমস্ত দলিলাদি প্রয়োজন সেগুলো নিচে উল্লেখ করা হলো।


নতুন এনআইডি কার্ড করার জন্য প্রথমে আপনাকে অনলাইনে Bangladesh NID Application System ওয়েবসাইটে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নতুন ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করতে হবে। ভোটার নিবন্ধন ফর্মটি নির্ভূলভাবে পূরণ করতে হবে। আপনার জন্মসনদ, শিক্ষাগত সনদ ও অন্যান্য দলিলাদির সাথে মিল রেখে ভোটার নিবন্ধন ফরমটি পূরন করুন। প্রয়োজনীয় কার্যাবলী সম্পূর্ণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করুন। 


NID কার্ড করতে কি কি লাগে   | অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম

অনলাইনে নতুন ভোটারের ছবি তোলার সময় আবেদনের সাথে যে সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন


* অনলাইনে পূরনকৃত আবেদন ফরম

* ফরমের অপর পৃষ্ঠায় শনাক্তকারী হিসেবে পিতা/মাতা/স্বামী ফরমের নির্দিষ্ট ৩৪ নং ক্রমিকে এনআইডি নম্বর ও ৩৫ নং ক্রমিকে স্বাক্ষর দিতে হবে।

* যাচাইকারী হিসেবে নির্দিষ্ট স্থানে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির ৪০ নং ক্রমিকে পুরো নাম, ৪১ নং ক্রমিকে এনআইডি নম্বর ও ৪২ নং ক্রমিকে স্বাক্ষর ও সীল দিতে হবে।

* পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি

* স্বামী/স্ত্রীর এনআইডি কপি ও কাজী অফিস কর্তৃক নিকাহনামা/সন্তানের জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

* আবেদনকারীর অনলাইন জন্মসনদের কপি

* প্রবাসী হলে পাসপোর্ট কপি

* পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান/ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নাগরিক সনদপত্র ও প্রত্যয়নপত্র

* হোল্ডিং ট্যাক্স/চৌকিদারি কর রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)

* পানি বিল/বিদ্যুৎ বিল/টেলিফোন বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

* রক্তের গ্রুপ পরীক্ষার প্রমাণপত্রের কপি

* শিক্ষাগত যোগ্যতার সনদের কপি (পিএসসি/জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল)

* প্রযোজ্য ক্ষেত্রে চাহিত অন্যান্য দলিলাদি


অনলাইনে নতুন আবেদন ফরম পূরন ও আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন: 

New NID Bangladesh Online Application System: Apply New NIDCard BD Com

Attachments
Image
Publish Date
02/10/2024
Archieve Date
02/10/2024